kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

প্রতি ৭ জনে একজন ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হবে

নিজস্ব প্রতিবেদক   

৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, সরকার দুর্যোগের মারাত্মক পরিণতির কথা উপলব্ধি করে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ব্যবস্থাপনাবিষয়ক খসড়া জাতীয় কৌশলপত্র প্রণয়নের চিন্তা-ভাবনা করছে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ব্যবস্থাপনাবিষয়ক খসড়া জাতীয় কৌশলপত্র ও নাগরিক সমাজের অভিমত’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আডিএমসি) নামের একটি প্রতিষ্ঠানের গবেষণার কথা উল্লেখ করে ডা. এনামুর রহমান বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী প্রতিনিয়ত বাস্তুচ্যুত হচ্ছে। বাংলাদেশিদের প্রতি সাতজনে একজন ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হবে।

ডা. এনামুর রহমান বলেন, বাংলাদেশেও এসংক্রান্ত বিভিন্ন গবেষণায় এর তথ্য-প্রমাণ রয়েছে। প্রতিবছর প্রকৃতিক দুর্যোগ, বিশেষ করে নদীভাঙন ও বন্যার কারণে হাজার হাজার হেক্টর জমি নদীগর্ভে চলে যাওয়ায় এই বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।সাতদিনের সেরা