kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

খুলনায় রোগীর মৃত্যু

খুলনা অফিস   

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনায় সজীব খান (২২) নামের আরো এক রোগীর মৃত্যু হয়েছে। সজীব গোপালগঞ্জ  জেলা সদরের পুটিবাড়ী এলাকার সাইদ খানের ছেলে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, গতকাল দুুপুরে সজীব খান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে নারী-শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে বলে খুলনা সিভিল সার্জন দপ্তর জানিয়েছে। এর মধ্যে গত তিন দিনে তিনজনের মৃত্যু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা