kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

রামগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

পৃথক স্থানে চারজনকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেরামগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীকে (১৫) ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নওগাঁর মান্দায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের বন্দরে ‘ধর্ষণের’ শিকার হয়েছেন পোশাককর্মী। ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণ ও ঈশ্বরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুই স্কুলছাত্র। প্রতিনিধিদের পাঠানো খবর :

লক্ষ্মীপুর : আটককৃতরা হলেন রামগঞ্জের পশ্চিম ভাদুর গ্রামের বাসিন্দা ইমন, রাসেল ও শরীফ। প্রধান অভিযুক্ত শাওন একই গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীর মা-বাবা কয়েক বছর আগে ছাড়াছাড়ি হওয়ার পর পৃথক বিয়ে করে অন্যত্র চলে যান। বাড়িতে কিশোরী একাই বসবাস করত। কিছুদিন আগে শাওন কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন। গত সোমবার রাতে শাওন বিয়ের কথা বলে কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে পশ্চিম ভাদুর গ্রামে বন্ধু ইমনের বাড়িতে পাঁচজন মিলে তাকে ধর্ষণ করেন।মান্দা : শুক্রবার সকালে উপজেলার ছোট চকচম্পক গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণে

অভিযুক্তের নাম আমিনুল ইসলাম।তিনি ছোট চকচম্পক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় ছাত্রীর মা মান্দা থানায় আইনে মামলা করেছেন। ছাত্রীর দাদি জানান, তিনি শুক্রবার সকালে নাতনিকে প্রাইভেট পড়তে আমিনুলের বাসায় রেখে বাড়িতে চলে আসেন। তখন সেখানে অন্য কোনো শিক্ষার্থী ছিল না। কিছুক্ষণ পরে নাতনি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে জানায়, শিক্ষক আমিনুল তাকে ধর্ষণ করেছেন।আমিনুলরা প্রভাবশালী হওয়ায় ধর্মীয় সংখ্যালঘু ছাত্রীর পরিবার আতঙ্কে আছে।স্থানীয় লোকজন জানায়, এ ঘটনায় ছাত্রীর মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলামের কাছে শনিবার মৌখিক অভিযোগ দেন। কিন্তু প্রধান শিক্ষক কোনো পদক্ষেপ না নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

নারায়ণগঞ্জ : বন্দর উপজেলার কুঁড়িপাড়া খালপার এলাকায় সোমবার রাতে পোশাককর্মীকে ধর্ষণে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কুঁড়িপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে ছগির (২২) ও মৃত আকবর আলীর ছেলে আরমান (২০)। এ ঘটনায় পোশাককর্মী গতকাল মামলা করেছেন।

ময়মনসিংহ (আঞ্চলিক) : নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নে গত শনিবার রাতে সহপাঠীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে গ্রেপ্তার স্কুলছাত্র অষ্টম শ্রেণিতে পড়ে। এ ঘটনায় মেয়ের বাবা থানায় মামলা করেছেন। এর আগে সোমবার রাতে এলাকাবাসী সালিসে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। অন্যদিকে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে সোমবার রাতে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গতকাল গ্রেপ্তার ছাত্র এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ ঘটনায় গতকাল থানায় মামলা করেন ছাত্রীর বাবা।

মন্তব্যসাতদিনের সেরা