kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর খিলগাঁওয়ের নগদারপার ঝিল থেকে গতকাল সোমবার সন্ধ্যায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জাকির হোসেন (৪৫)। পরিবারের দাবি, আট দিন আগে তিনি নিখোঁজ হন। তবে কে বা কারা এবং কেন তাঁকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি বলে জানিয়েছেন খিলগাঁও থানার ওসি মশিউর রহমান।  জাকির হোসেন খিলগাঁও নন্দিপাড়া দক্ষিণগাঁওয়ের মো. নাজিম উদ্দিনের ছেলে। জাকির ব্যবসা করতেন। স্ত্রী কুলসুম বেগম জানান, জাকির গত সোমবার বিকেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পরিবার বিভিন্ন জায়গায় তার খোঁজ চালাচ্ছিল। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নগদারপাড় ঝিলে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে খিলগাঁও থানা পুলিশ পচা গলিত লাশটি উদ্ধার করে।

মন্তব্যসাতদিনের সেরা