kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থী নির্যাতন বন্ধে ওয়েব পেজ চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্যাম্পাসে র‌্যাগিং, মারধর, ছিনতাই, ইভ টিজিংসহ নানা ধরনের হয়রানি প্রতিরোধে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘CU Student Complain Cell’ নামে ওয়েব পেজ চালু করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এ সময় ড. শিরীণ আখতার বলেন, ‘এই ওয়েভ পেজ শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ জানানোর একটি নিরাপদ প্ল্যাটফর্ম। বিভিন্ন ধরনের হয়রানি বন্ধ করতে সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ই এই ওয়েব পেজ চালু করল। এই ওয়েব পেজে অভিযোগকারীর পরিচয় গোপন থাকবে। ফলে শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ এ ওয়েব পেজের মাধ্যমে অভিযোগকারী জানতে পারবে।’

মন্তব্যসাতদিনের সেরা