kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

দুদক এখনো পুরোপুরি মানুষের আস্থা পায়নি : ইকবাল

নিজস্ব প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুর্নীতি থাকবেই, তবে তা দমনে কাজ করতে হবে। দুদক এখনো পুরোপুরি মানুষের বিশ্বাস অর্জন করতে পারেনি। সেই বিশ্বাস অর্জনে কাজ করতে হবে। সকলের একযোগে চেষ্টা ছাড়া দুর্নীতি দমন করা সম্ভব না। আসুন দুর্নীতি ও সন্ত্রাস দূরীকরণে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের প্রস্তুত করি, কাজ করি।’

গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ‘বিশেষ তদন্তবিষয়ক যৌথ প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুদক চেয়ারম্যান। দুদক ও পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ও ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান দাবি করেন, দুদকের তদন্তকৃত মামলার শাস্তির হার বর্তমানে প্রায় ৭০ শতাংশ, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।

ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘প্রযুক্তি নিয়মিত পরিবর্তন হয়; তাই আপডেট থাকতে হবে। লোভে না পড়লে মহৎ কিছু করা সম্ভব। আর লোভে পড়লে শুধু অর্থ পাওয়া সম্ভব।’

 

মন্তব্যসাতদিনের সেরা