kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

প্রেস ক্লাব ৬৫ বছরে কেক কাটলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতির প্রতিটি ইতিহাসে জাতীয় প্রেস ক্লাব জড়িয়ে আছে।’

গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালিত্বের প্রতীকবাহী সকল স্থাপনায় পাক-হানাদাররা নৃশংস হামলা চালিয়েছিল। জাতীয় প্রেস ক্লাবও সে হামলা থেকে রেহাই পায়নি।

তথ্যমন্ত্রী এ সময় ৬৫ বছরের জাতীয় প্রেস ক্লাবের সব নেতা ও সদস্য জাতি গঠনে যে অবদান রেখেছেন তা গভীর শ্রদ্ধায় স্মরণ ও প্রয়াত সব সাংবাদিকের আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, ‘আশা করি আগামী দিনেও জাতীয় প্রেস ক্লাব তার এ অনন্য ভূমিকা অক্ষুণ্ন রাখবে।’ জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিপুলসংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ৬৫ অঙ্কিত কেক কাটেন। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিকও অনুষ্ঠানে যোগ দেন।

মন্তব্যসাতদিনের সেরা