kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

গফরগাঁওয়ে সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে ওলামাদের স্মারকলিপি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেওলামাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবু রেজোয়ানের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ওলামা সমিতির নেতারা। গতকাল রবিবার বিকেলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহছেন উদ্দিনের কার্যালয়ে এ স্মারকলিপি পেশ করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, গফরগাঁও সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবু রেজোয়ান ওলামাদের নিয়ে বিভিন্ন সময় আপত্তিকর মন্তব্য করেছেন। এছাড়া তিনি ওলামাদের জাহান্নামী বলেছেন ও ও শরিয়ত বিষয়ে অপব্যাখ্যা করেছেন। এতে স্থানীয় ওলামাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্মারকলিপিতে ওলামা সমিতির নেতারা ড. আবু রেজোয়ানকে গফরগাঁও সরকারি কলেজ থেকে প্রত্যাহারের দাবি জানান।

এ ব্যাপারে গফরগাঁও ওলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম বলেন, ‘সহযোগী অধ্যাপক আবু রেজোয়ান সা’দ পন্থি। তিনি বিভিন্ন সময় ওলামা ও মসজিদ-মাদরাসার বিধি-বিধান নিয়ে অপব্যাখ্যা করেছেন।’ 

 

মন্তব্যসাতদিনের সেরা