kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

কলাপাড়ায় এমপির ‘হুমকি’, ভাইস চেয়ারম্যানের নিরাপত্তা দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপটুয়াখালীর কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমানের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর হাত থেকে তাঁর পরিবারের সদস্য ও তাঁর জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

গতকাল রবিবার সকাল ১১টায় নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, ‘মহিববুর রহমান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিপক্ষে আনারস প্রতীকের প্রার্থীর জন্য কাজ করেছেন। একই সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষেও প্রচারণা চালিয়েছিলেন। এর পরও আমি সর্বাধিক ভোটে নির্বাচিত হই। এর পর থেকেই এমপি আমাকে প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর মোজাহার উদ্দিন সরকারি কলেজে এমপির সংবর্ধনা এবং বিকেলে ধানখালী ইউনিয়নের দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ায় এমপির লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা আমাকে ফোনে ও প্রত্যক্ষভাবে হুমকি দেয়।’

সংসদ সদস্য মহিববুর রহমান বলেন, ‘উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে কী হয়েছে, আমি কিছুই জানি না। আমি পটুয়াখালী-৪ আসনের এমপি হওয়ার পর থেকেই একটি চক্র আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে।’

মন্তব্যসাতদিনের সেরা