kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

সিলেটে মাজার জিয়ারত করলেন এরশাদপুত্র সাদ

সিলেট অফিস   

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্বাচনে জয়লাভের পর সিলেটের দুই ওলির মাজার জিয়ারত করলেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ। সিলেটে মাজার জিয়ারত ছাড়াও তিনি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় বিমানযোগে সংক্ষিপ্ত সফরে সিলেট আসেন সাদ এরশাদ। দুপুর ১টার দিকে তিনি হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। এ সময় সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। প্রসঙ্গত, হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাদ এরশাদ।

মন্তব্যসাতদিনের সেরা