kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

কালশী খাল দখল নিয়ে ডিএনসিসি মেয়রের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর মিরপুরের কালশী খাল দখলদারদের কবলে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল শনিবার রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের নবীনবরণ অনুষ্ঠানে বত্তৃদ্ধতা দিতে গিয়ে এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। মেয়র বলেন, ‘কালশী খাল একসময় ৬০ ফিট প্রশস্ত ছিল। পরে তা ২০ ফিট হয়ে যায়। কিন্তু এখন আছে মাত্র পাঁচ ফিট। বাকি খাল গেল কোথায়?’ নবীনবরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউআইটিএস উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এক সাইফুল ইসলাম খান প্রমুখ।

মন্তব্য