kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

‘বুড়িগঙ্গাতীরে স্থাপনা উচ্ছেদ অব্যাহত থাকবে’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ বলেছেন, বুড়িগঙ্গা নদীর দুই তীর ঘিরে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম অব্যাহত থাকবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে নদীর সীমানা পিলার স্থাপন ও ওয়াক ওয়ে নির্মাণের কাজ শুরু হয়েছে। এ ছাড়া ড্রেজিংয়ের মাধ্যমে নদীকে প্রশস্ত করা হবে।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরের খোলামোড়া এলাকায় নদীতীরে সীমানা পিলার স্থাপনের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। নৌসচিব বলেন, নদীর দুই পাশে বনায়ন করা হবে। বায়ুদূষণরোধে ও পরিবেশ সুন্দর করার জন্য নদীর দুই তীরে বিভিন্ন ফুলের গাছ লাগানো হবে। অবৈধ দখলদাররা  যেন পুনরায় আবার নদীর তীরবর্তী পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে বিশেষভাবে লক্ষ রাখা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশবিদ সৈয়দ আবুল মকসুদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম তারিকুল ইসলাম, বিআইডাব্লিউটিএর সদস্য (অর্থ) ও প্রকল্প পরিচালক মো. নরুল আলম, বিআইডাব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন। আবুল মকসুদ বলেন, নদীর তীর দখল ও দূষণরোধে সরকারের পাশাপাশি নাগরিক সমাজ কাজ করছে। জনগণের সহযোগিতা ও সরকারের উদ্যোগ ছাড়া দখল ও দূষণনরোধ সম্ভব নয়।

মন্তব্যসাতদিনের সেরা