kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে শুভসংঘ

বাকৃবি প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনলাইন শপ ‘ইভালি’-এর সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে একটি বিকেল কাটিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা শুভসংঘ। গতকাল শনিবার বিকেলে ক্যাম্পাসের এতিম, অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটায় তারা।

এদিকে গতকাল সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠানের বিষয়টি জানতে পেরে বাকৃবি আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের গড়া ‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’-এর ছয় সদস্য। তাঁরা শিশুদের জন্য একটি পাপেট শো পরেবেশন করেন। কেবি নৈশ বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই পাপোট শো উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল হক, বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আতিকুর রহমান প্রমুখ। এ সময় শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসাতদিনের সেরা