kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রে পড়ে শিশুর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে তুহিন (৫) নামের এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার বিকেলে পৌর শহরে ব্রহ্মপুত্র সেতুর পাশে। তুহিন নিধিয়ার চর গ্রামের আনছারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, আনছারুল ইসলাম পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে ষোলহাসিয়ায় ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ পাশে নদীতীরে বাড়ি করে পরিবার নিয়ে বাস করেন। গতকাল বিকেল ৪টার দিকে তাঁর ছেলে তুহিন সবার অজান্তে বাড়ির পাশে ব্রহ্মপুত্রের পানিতে পড়ে গিয়ে ভাসতে থাকে। খোঁজ পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সানজিদা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই বাচ্চাটি মারা যায়।

মন্তব্যসাতদিনের সেরা