kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

কানুনগো পদে দ্রুত পদোন্নতির দাবি আইডিএসইবির

নিজস্ব প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভূমি মন্ত্রণালয়ের কানুনগো ও উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদে দ্রুত পদোন্নতির দাবি করেছে ইনস্টিটিউট অব সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি)। সংগঠনের পক্ষ থেকে অন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো দশম গ্রেড বেতন স্কেল প্রদানসহ সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাঁচ দফা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময়সভায় এসব দাবি জানানো হয়। সভায় বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান হুমায়ুন কবির তুষার, মহাসচিব মাঈনুল হক চৌধুরী দুলাল, ভাইস চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন, আব্দুল লতিফ মল্লিক ও মো. নঈমুল ইসলাম, যুগ্ম মহাসচিব সরদার মো. জাহাঙ্গীর হোসেন, মো. মিরাজ হোসেন, মো. ইসমাইল হোসেন ও হামিদুল ইসলাম রিগান, নওগাঁ জেলা সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা