kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

‘দুর্নীতির চেয়েও বড় অপরাধ সরকারি অর্থের অপচয়’

সিলেট অফিস   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দুর্নীতির চেয়েও বড় অপরাধ হলো সরকারি অর্থের অপচয় করা। যেখানে এক টাকা ব্যয় করলে কাজ চলে, সেখানে দেড় টাকা ব্যয় করেন। তাই কেনাকাটা নিয়ে সাবধান হতে হবে। ১০০ টাকার একটি কম্বল যখন এক হাজার টাকায় কিনে ফেলেছি, একটি লোটা কিনে ফেলেছি ৫০০ টাকায়, মশারি কিনে ফেলেছি পাঁচ হাজার টাকায়—এই ধরনের খবর যখন খবরের কাগজে আসে তখন আমরা বিব্রত বোধ করি।’ গতকাল শনিবার সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, প্রতিটি টাকার মালিক জনগণ। তাদের কাছে হিসাব দিতে হবে। সংসদের বাইরে যাঁরা জনপ্রতিনিধি আছেন তাঁদেরও জনগণের কাছে জবাব দিতে হবে। কোথায় ব্যয় করছেন, কার জন্য করছেন, কত করছেন হিসাব রাখতে হবে। এসবের অডিট হবে, নিরীক্ষা হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সিলেটে সম্ভাবনা আছে। সিলেটে অবকাঠামো আছে।’

মন্তব্যসাতদিনের সেরা