kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

পিতৃত্ব নিয়ে ‘সন্দেহ’

ফরিদপুরে ছেলে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাবার বিরুদ্ধে একমাত্র ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। দুই বছর চার মাস বয়সী শিশুটির নাম রহমত প্রামাণিক। এ ঘটনায় স্বামী হানিফ প্রামাণিকের (২২) বিরুদ্ধে হত্যা মামলা করেছেন স্ত্রী। এ হত্যার পর হানিফ পালিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের চর চাঁদপুরের মকদুম মুন্সীর ডাঙ্গি গ্রামে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা যায়, তিন বছর আগে সদরপুরের ভাসানচর ইউনিয়নের চর চাঁদপুরের মকদুম মুন্সীর ডাঙ্গি গ্রামের বাসিন্দা রিকশাচালক শুকুর প্রামাণিকের ছেলে হানিফ প্রামাণিকের বিয়ে হয় পাশের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদাহ গ্রামের বাসিন্দা কৃষক শেখ সামসুর মেয়ে স্বপ্নার সঙ্গে। হানিফ ঢাকায় লেগুনা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিন মাস ধরে তিনি বেকার অবস্থায় এলাকায় ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা