kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

বিরামপুরে ১৮৮ গাছ কেটে সাবাড়

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুর বন বিভাগের চরকাই (বিরামপুর) রেঞ্জের জায়গা নিজেদের দাবি করে বিশ্বনাথপুর মৌজার ১৮৮টি মিনজিরি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন চরকাই (বিরামপুর) রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার। এসব কাটা গাছের বেশির ভাগ রাতের আঁধারে তুলে নিয়ে গেলেও গতকাল শনিবার বেশ কিছু গাছ উদ্ধার করেছে বন বিভাগ।

রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, বিশ্বনাথপুর মৌজায় বন বিভাগের ৮.৬০ একর জমিতে প্রায় ৩০ বছর আগে দুই শতাধিক মিনজিরি গাছ রোপণ করা হয়। বর্তমানে ওই সব গাছ পরিপক্ব হয়েছে। শুক্রবার বিশ্বনাথপুর গ্রামের নুর ইসলাম ও নুরু মেম্বার গং বন বিভাগের জমিকে নিজেদের দাবি করে লোকজন নিয়ে গাছ কাটতে শুরু করেন। এ সময় বন বিভাগের বাগান মালি নাছির উদ্দিন বাধা দিতে গেলে লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁকে তাড়িয়ে দেন। দিনভর গাছ কেটে রাতে গাছগুলোর বেশির ভাগ ট্রাকযোগে তাঁরা তুলে নিয়ে যান। এ ব্যাপারে নিশিকান্ত মালাকার বিরামপুর থানায় অভিযোগ দিলে শনিবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মন্তব্য