kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

রুহিতপুর বিসিক শিল্পনগরী

অনুমোদনহীন কয়েল কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছিল সুনন ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ কম্পানি লিমিটেড। ড্রাগন নামে কয়েল বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি। কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্পনগরীতে অবস্থিত ওই কারখানায় মানহীন কয়েল উৎপাদন চলছিল। বিষয়টি ধরা পড়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। 

গত বৃহস্পতিবার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ উপস্থিত ছিলেন।

বিএসটিআই বলেছে, মান সনদ না নিয়ে অবৈধভাবে ড্রাগন ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছিল কেরানীগঞ্জের সুনন ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ কম্পানি লিমিটেড।

মন্তব্যসাতদিনের সেরা