রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সালিসকে কেন্দ্র করে একই পরিবারের ছয় সদস্যকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শুক্রবার স্থানীয় ভিটিপাড়া কল্যান্দী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আব্দুল হক (৬৫), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও তাঁদের ছেলে টিপু সুলতান (২৮)। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আহত টিপু সুলতান জানান, তাঁর পরিবার ছয় বছর আগে কল্যান্দী এলাকার সাজোয়ার ও তাঁর মা গোলরেহানের কাছ থেকে ৩০ শতাংশ ফসলি জমি ক্রয় করে। জমি ক্রয়বাবদ বায়না হিসেবে চার লাখ টাকা প্রদান করা হয়, যা স্ট্যাম্পে লিপিবদ্ধ করা হয়। কিন্তু পরে জমি রেজিস্ট্রি করতে নানা বাহানা করতে থাকে সাজোয়ার গংরা। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার স্থানীয় ব্যবসায়ী মহুর আলীর মধ্যস্থতায় তাঁর বাড়িতে সালিস বসানো হয়। একপর্যায়ে প্রতিপক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
মন্তব্য