kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

শিশু তুহিন হত্যার প্রতিবাদে শুভসংঘ

সুনামগঞ্জ প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিশু তুহিন হত্যার প্রতিবাদে শুভসংঘ

সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হত্যার প্রতিবাদে গতকাল মানববন্ধন করে কালের কণ্ঠ শুভসংঘ। ছবি : কালের কণ্ঠ

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য শিশু তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে জেলা শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি শামস শামীমের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হুসেন পীর, কমরেড অমরচান দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিন, শিক্ষক শাহজাহান সিরাজ, সাহেরিন চৌধুরী মিশুক, সাংবাদিক শহিদনূর আহমদ, সারোয়ার হোসেন, ছাত্রনেতা আসাদ মনি, নূরজাহান সাদেক নূরী প্রমুখ। এ সময় জামাল আহমেদ, হাসান আহমেদ, অরুণ চক্রবর্তী, রাজীব, মিল্লাত আহমেদ, প্রলয় দাস, সাকিবুল ইসলাম আরিফ, শাকিল আহমেদ, হীরা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার খেজাউড়া গ্রামে বাবা-চাচা মিলে শিশু তুহিনকে নির্মমভাবে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির বাবা, দুই চাচাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এক চাচা ও চাচাতো ভাই স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা