kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

পাবনা-ঢাকা রুট

চার দিন ধরে বাস বন্ধ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে চাকরি করেন। তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার নারিয়া গোদাই পার গোপাল গ্রামে। বেড়া থেকে ঢাকার সরাসরি কোচ না পেয়ে ভ্যানে করে ঢাকার কোচ ধরতে বেড়া থেকে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এসেছেন তিনি। গতকাল শুক্রবার সকালে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে কথা হয় ফাত্তাহসহ বেশ কয়েকজন ঢাকাগামী বাস যাত্রীর সঙ্গে। তাঁদের অভিযোগ, গত চার দিন ধরে পাবনা ভায়া বেড়া শাহজাদপুর কোচ সার্ভিস বন্ধ। প্রায়ই ঢাকার সঙ্গে পাবনার সরাসরি কোচ চলাচল বন্ধ হয়ে যায়। এতে পাবনার চাটমোহর, সুজানগর, বেড়া ও সাঁথিয়া উপজেলার শত শত ঢাকাগামী যাত্রী বিড়ম্বনায় পড়ে। বঙ্গবন্ধু সেতু চালুর পর পাবনা থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা যাতায়াতে সব বাস শাহজাদপুর দিয়ে যাতায়াত করে।