kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

গয়েশ্বর বললেন

খালেদা জিয়া ছাড়া জাতীয়তাবাদী শক্তি নিথর হয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আসুন আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব—এটা ভাবি। খালেদা জিয়াকে মুক্ত করার কথা কেন ভাবছি? কারণ তাঁকে ছাড়া জাতীয়তাবাদী শক্তি নিথর হয়ে যাচ্ছে। চেতনায় যে ছেদগুলো পড়েছে, সেখানে নতুন রক্ত সঞ্চালিত হচ্ছে না, নতুন রক্ত সৃষ্টি হচ্ছে না।’

গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

গয়েশ্বর বলেন, বিদেশের সঙ্গে সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে। কিন্তু কেন করেছে? জনসমর্থনহীন অবস্থায় ক্ষমতায় যেতে, আর লুটপাট করে নিজেদের বড় করার অপচেষ্টা থেকেই এ চুক্তি। তাই আজ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হচ্ছে, অর্থনীতিতে দেউলিয়াত্ব শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। রাজনীতি বলতে কিছু নেই। আছে শুধু সক্রিয়ভাবে দুর্নীতি। রাজনীতি যদি অনুপস্থিত থাকে, গণতন্ত্র যদি অনুপস্থিত থাকে, সেখানে দুর্নীতি অপশক্তির দাপট বাড়বে। এই ভাবনগুলো সামনে রেখে আমাদের সামনে এগোতে হবে।

সংগঠনের সভানেত্রী ও প্রয়াত নেতার সহধর্মিণী জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনাসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্র্য ইসলাম অমিত, প্রয়াত নেতার ছেলে জামিল আহমদ সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা