kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

কাঁঠালবাড়ী শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাব্য সংকটের কারণে প্রায় পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল সাতটি ফেরি চলাচল করে। তবে নৌপথের দুই পারে পারাপারের অপেক্ষায় ছিল তিন শতাধিক গাড়ি। পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি কমায় ও বিপুল পরিমাণ পলি পড়ায় নৌযান পারাপার নিয়ে শঙ্কা রয়েই গেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি কমে ২০ সেন্টিমিটার।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় বেশ কিছুদিন ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। নাব্য সংকট প্রকট হলে গত মঙ্গলবার সকাল থেকে একটি ফেরি চলাচল করে এ নৌপথে। সন্ধ্যা থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।

মন্তব্যসাতদিনের সেরা