kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ শিক্ষার্থী নিহত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে সাব্বির মিয়া (১০) নামের এক মাদরাসা শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির নবীগঞ্জের কামারগাঁও নগরকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। সে আলমপুর গ্রামের একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত। মামার বাড়িতে থেকে সে লেখাপড়া করছিল। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আলমপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মজনু মিয়া ও তাঁর আপন ভাই খালেদ মিয়ার মধ্যে স্থানীয় কুশিয়ারা নদীর তীরবর্তী বাসস্ট্যান্ডের মালিকানার জায়গা নিয়ে বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্রে করে গতকাল বাসস্ট্যান্ড এলাকায় বৈঠক হয়। তবে ওই বৈঠকে মজনু মিয়া উপস্থিত হননি। বৈঠকে বাসস্ট্যান্ডের ম্যানেজার পদ থেকে মজনু মিয়ার ছেলে নোমানকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত জানাতে বাসস্ট্যান্ডের শ্রমিক নেতা ইজাজুল ইসলাম ও মমরাজ মিয়া মজনু মিয়ার বাড়িতে যান। এ সময় মজনু মিয়ার সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মন্তব্য