kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধু ফিল্ম সিটি হবে আন্তর্জাতিক মানের

কালিয়াকৈরে তথ্যমন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি হবে একটি আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি। ১০৫ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এই ফিল্ম সিটি। এরই মধ্যে প্রথম পর্যায়ের কাজ অনেকটা শেষ হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে যে চলচ্চিত্র তৈরি করা হচ্ছে, তার পরিচালকের ইচ্ছে—চলচ্চিত্রটির কিছু অংশ এই ফিল্ম সিটিতে শুট করার। এ সময় ফিল্ম সিটিতে তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, যুগ্ম সচিব ও পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা