kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা

রংপুর অফিস   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরংপুরের পীরগঞ্জে পুলিশ হেফাজতে ব্যবসায়ী শামছুল হকের (৫৫) মৃত্যুর ঘটনায় সোর্স (খোচর) জিয়াকে আটক করতে পারেনি পুলিশ। এই জিয়ার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। এদিকে শামছুল হকের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শামছুল হকের মৃত্যুর ঘটনায় ভেণ্ডাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলামসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়। সেই সঙ্গে জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে আটক করার নির্দেশ দেন রংপুর পুলিশ সুপার। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ এলাকা থেকে শামছুল হককে আটক করে পুলিশ। গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফাঁড়ির হাজতখানায় তাঁকে গ্রিলের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পুলিশ।

মন্তব্য