kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

মানববন্ধনে ডাকসুর কয়েকজন সাবেক নেতা

আবরার হত্যার প্রতিবাদ চলবে

নিজস্ব প্রতিবেদক   

১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নেতারা বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ চলবে। একই সঙ্গে বুয়েটের ভিসির পদত্যাগও দাবি করেছেন নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নেতাদের উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, আবরারের রক্ত পুরো জাতিকে আজ ঐক্যবদ্ধ করছে। এই রক্তে ঐক্যবদ্ধ যে আন্দোলন গড়ে উঠেছে, তা অব্যাহত রাখতে হবে সরকারের পতন না হওয়া পর্যন্ত।

ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আবরার ফাহাদ হত্যার পেছনে বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) অধ্যাপক সাইফুল ইসলাম জড়িত। ছাত্রলীগ ফাহাদকে ধরে নিয়ে যাওয়ার সময় ভিসিকে বলা হলেও তিনি হলে আসেননি। এই ভিসির অপসারণের দাবি জানাই।’

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের আবরারের বাড়িতে পাঠিয়েছিলেন। কিন্তু আমাদের যেতে দেওয়া হয়নি।’

মন্তব্যসাতদিনের সেরা