kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

বিড়ি, সিমেন্ট শিট ও স্টিলে ভ্যাট ছাড়

নিজস্ব প্রতিবেদক   

১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিড়ি, সিমেন্ট শিট, স্টিলসহ বেশ কিছু খাতে ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব ছাড় দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে সিমেন্ট শিটে ভ্যাট দিতে হবে ৫ শতাংশ। আগে এটি ছিল ১৫ শতাংশ। এ ছাড়া ফেরো ম্যাঙ্গানিজ এবং ফেরো সিলিক ম্যাঙ্গানিজ ও অ্যালয়ের উৎপাদন পর্যায়ে টনপ্রতি দিতে হবে এক হাজার টাকা। অপর এক এইচএচকোডের আওতায় ফেরো সিলিকনের জন্য দিতে হবে টনপ্রতি এক হাজার ২০০ টাকা। ব্যবসায়ী পর্যায়ে এমএস প্রডাক্টের জন্য টনপ্রতি দিতে হবে পাঁচ শ টাকা। এটি আগে ছিল মোট মূল্যের ৫ শতাংশ। সেবা পর্যায়ে ক্রেডিট রেটিং এজেন্সির ফির ওপর ভ্যাট ধরা হয়েছে ৭.৫ শতাংশ। এটি আগে ছিল ১৫ শতাংশ। তিন স্তরের বিড়ির ক্ষেত্রে কমানো হয়েছে সম্পূরক শুল্ক। ফলে কমতে পারে এ স্তরের বিড়ির দাম।

মন্তব্যসাতদিনের সেরা