kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

বশেমুরকৃবি শুভসংঘের বার্ষিক সম্মেলনে উপাচার্য

তরুণরাই পারে সুন্দর দেশ ও জাতি গড়তে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতরুণরাই পারে সুন্দর দেশ ও জাতি গড়তে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শুভসংঘের বার্ষিক সম্মেলনে অতিথিরা। ছবি : কালের কণ্ঠ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া বলেছেন, ‘তরুণরাই পারে আগামীর স্বচ্ছ-সুন্দর একটি উন্নত বাংলাদেশ গড়তে। তাই তাদের প্রত্যেকের উচিত লেখাপড়ার পাশাপাশি ভালো ভালো কাজের সঙ্গে নিজেদের নিয়োজিত রাখা।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বশেমুরকৃবি শাখা শুভসংঘের বার্ষিক সম্মেলন ও বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. খোরশেদ ভুঁঞা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ, শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক মো. জাকারিয়া জামান। 

জমকালো উদ্বোধনের পর আলোচনাসভা, র‌্যাফেল ড্র, নবীনবরণ, সেরা কাজের সার্টিফিকেট প্রদান, পুরস্কার বিতরণ ও সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরো ছিলেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, দপ্তর সম্পাদক সোহেল রানা স্বপ্ন, কর্ম ও পরিকল্পনা সম্পাদক ইসতিয়াক আহমেদ জাহিন, সহনারী বিষয়ক সম্পাদক মুশফিকা সাজিয়া, সহদপ্তর সম্পাদক রবিন, সংগঠনের গাজীপুর জেলা শাখা কমিটির সভাপতি মুসাফির ইমরান ও সাধারণ সম্পাদক ভাওয়াল আশরাফুল, বশেমুরকৃবি শাখা শুভসংঘের সভাপতি অসীম কুমার ও সাধারণ সম্পাদক শাকির, আইইউবিএটি শাখার সভাপতি এমদাদুল হক প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা