kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হলেন আবরারের ভাই

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবুয়েটে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজ ছেড়ে গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছেন। ফাহাদের মৃত্যুর পর ফায়াজ আর ঢাকা কলেজে পড়বেন না বলে জানিয়েছিলেন। এরপর ফায়াজ গত মঙ্গলবার ঢাকা কলেজে গিয়ে ছাড়পত্র নিয়ে কুষ্টিয়ায় ফেরেন। আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, ‘ফাহাদকে হারানোর পর ফায়াজকে আর ঢাকায় পড়াতে চাই না। ফায়াজ অসুস্থ থাকায় আমি কুষ্টিয়া সরকারি কলেজে গিয়ে তাকে বিজ্ঞান বিভাগে ভর্তি করিয়েছি।’ কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা থাকায় আমার কলেজের শূন্য আসনে আবরারের ভাইকে ভর্তি করেছি।’

মন্তব্যসাতদিনের সেরা