kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিভিন্ন সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও মারপিটের ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন—শেখ রাফিজ, নুরুদ্দীন নাহিদ, ইসমাইল হোসেন রিয়াদ, রাহাত ও মিশন। তাঁরা সবাই ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অভিযুক্তরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের আস্থাভাজন ছিলেন। তাঁরা বিভিন্ন সময় উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাতেন।

এদিকে বশেমুরবিপ্রবির পাঁচটি হলে নতুন করে প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা