kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত
এমপিওভুক্তির দাবি

আজ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শিক্ষক পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক   

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআজ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শিক্ষক পদযাত্রা

এমপিওভুক্তির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য শিক্ষকদের গণ-অবস্থান। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে। ছবি : কালের কণ্ঠ

বিদ্যমান এমপিও নীতিমালা স্থগিত ও সংশোধন এবং স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে দ্রুত তালিকা প্রকাশের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন নন-এমপিও শিক্ষকরা। গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। আজ বৃহস্পতিবার একই দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন নন-এমপিও শিক্ষকরা। এতে বাধা দিলে তাঁরা আমরণ অনশন করবেন বলে জানিয়েছেন। কর্মসূচি চলাকালে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান এমপিও নীতিমালা ভুলে ভরা। আছে নানা অসংগতি। এই নীতিমালা অনুসরণ করে এমপিও দেওয়ার জন্য তালিকা করা হলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। সরকার ব্যাপক জনসমালোচনার মুখে পড়বে এবং অসন্তোষ তৈরি হবে। সংগত কারণে এই অসংগতিপূর্ণ ও ভুলে ভরা নীতিমালা অনুসরণ করে এমপিও তালিকা প্রকাশ না করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

মন্তব্যসাতদিনের সেরা