kalerkantho

শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ

ময়নাতদন্তে দেরি হামলা, চিকিৎসক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসড়ক দুর্ঘটনায় নিহত ক্রিকেটার জয় দেবনাথ ও তাঁর বন্ধু সজীব সরকারের লাশের ময়নাতদন্ত করতে দেরি হওয়ায় হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছে বন্ধু ও স্বজনরা। তারা হাসপাতালের আবাসিক চিকিৎসককে লাঞ্ছিতও করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের অধিনায়ক জয় দেবনাথ ও তাঁর বন্ধু সজীব গত সোমবার দুপুরে শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুপুর ১টার দিকে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ২২ ঘণ্টায়ও ময়নাতদন্ত না হওয়ায় ক্ষোভে গতকাল দুপুর ১২টার দিকে নিহতদের স্বজন ও বন্ধুরা হাসপাতালে হামলা চালায়।

 

মন্তব্যসাতদিনের সেরা