kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালের কণ্ঠ

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বনানীর সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টিচার্স ইউনিয়নের সভাপতি আবুল বাশার হাওলাদার। স্বাগত বক্তব্য দেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম এ হাকিম বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের পরিচিতি তুলে ধরেন। আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।