kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

এমপি সামশুল ও শাওনের সম্পদ অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকারদলীয় দুই সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাঁদের সম্পদ অনুসন্ধান করছে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। দুদকের কাছে অভিযোগ রয়েছে, চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গত কয়েক বছরে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেছেন জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা