kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

র‌্যাগিং বন্ধে শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে কালের কণ্ঠ’র পাঠক সংগঠন শুভসংঘের উদ্যোগে ‘র‌্যাগিং নয়, ক্যাম্পাস হউক দ্বিতীয় পরিবার’ শীর্ষক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর ময়মনসিংহ কমার্স কলেজে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি বুয়েটে আবরার হত্যাকাণ্ডের পর র‌্যাগিং নিয়ে সারা দেশে এক ধরনের আতঙ্ক এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ দেখা দেওয়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাছ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ময়মনসিংহ রেঞ্জ) ড. আক্কাস উদ্দিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও কমার্স কলেজের চেয়ারম্যান আবু সায়েম।

মন্তব্যসাতদিনের সেরা