kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

বিএম কলেজে দুদক দলের অভিযান

বরিশাল অফিস   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনার্স প্রথম বর্ষের ভর্তিতে বাড়তি টাকা আদায়ের অভিযোগে বরিশাল সরকারি বিএম কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদক বরিশাল আঞ্চলিক শাখার তিন সদস্যের একটি দল কলেজের বেশ কয়েকটি বিভাগে অভিযান চালায়। এ সময় তারা অনার্স ভর্তিতে বাড়তি টাকা আদায়ের কারণ ও ইনকোর্স পরীক্ষার জন্য আদায় করা টাকার বিষয়ে জানতে চায়। একই সঙ্গে কলেজের ব্যাংক হিসাবগুলোও তলব করে। দুদক বরিশাল আঞ্চলিক শাখার কর্মকর্তা রনজয় কুমার কর্মকারের নেতৃত্বে দুপুর ১২টার দিকে তিন সদস্যের দলটি বিএম কলেজে আসে। তারা কলেজের বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞানসহ ১০টি বিভাগে ঝটিকা অভিযান চালায়। সেখানে ভর্তির বিষয়ে গরমিল দেখা যায়। এরপর তারা কলেজ অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান শিকদারের কার্যালয়ে অবস্থান নেয়। সেখানে অনার্সে ভর্তির বিষয়ে অধ্যক্ষকে বেশ কিছু প্রশ্ন করে।

মন্তব্যসাতদিনের সেরা