kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

পিংকী তৃতীয় লিঙ্গের প্রথম জনপ্রতিনিধি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের সাদিয়া আখতার পিংকী নির্বাচিত হয়েছেন। দেশে তিনিই প্রথম উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি হলেন। গত সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে পিংকী ‘কলস’ প্রতীক নিয়ে ১২ হাজার ৮৮০ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ফুটবল’ প্রতীকের মোছা. রুবিয়া খাতুন পান ১২ হাজার ১৩৯ ভোট। নির্বাচিত হওয়ার পর পিংকী বলেন, ‘আমি তৃতীয় লিঙ্গের একজন মানুষ। সে হিসেবে এ সমাজের মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসেবে গ্রহণ করায় তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অনেক বেড়ে গেছে। আমি বহু আগে থেকে উপজেলা নির্বাচন করব বলে মানুষের দ্বারে দ্বারে গেছি। আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি। প্রথম প্রথম আমাকে অনেকেই মেনে নিতে পারেনি। আমার কর্মকাণ্ড দেখে আস্তে আস্তে তারাই আমার পাশে দাঁড়িয়েছে।’

মন্তব্য



সাতদিনের সেরা