kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

নওগাঁয় চুরি যাওয়া শিশু উদ্ধার

নওগাঁ প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁ সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া ছয় মাসের শিশু মুসাকে ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে মা বৃষ্টি এবং বাবা ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শিশুটির বাড়ি নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামে। গত ৫ অক্টোবর নওগাঁ সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে মুসা চুরি হয়। হাসপাতালে তার সঙ্গে মা বৃষ্টি ও দাদি ছিলেন। ঘটনার দিন মুসাকে নিয়ে ওয়ার্ডের বাহিরে পায়চারি করছিলেন তাঁর মা। ওই সময় তাঁর পাশে এক অপরিচিত নারী ঘোরাঘুরি করছিলেন। ওই নারীর কাছে ছেলেকে রেখে ওয়ার্ডের ভেতরে প্যান্ট আনতে যান মা। বাইরে এসে দেখেন মুসা নেই।

মন্তব্যসাতদিনের সেরা