kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

টঙ্গী বাজারের বস্তাপট্টিতে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটঙ্গী বাজারের বস্তাপট্টিতে আগুন লেগে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, গতকাল সকালে হঠাৎ করেই টঙ্গী বাজারের বস্তাপট্টির একটি দোকানে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্যসাতদিনের সেরা