kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

ডেঙ্গু পরিস্থিতি

নতুন করে ভর্তি ৩০০ রোগী

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন ৩০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৮৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ২১৪ জন। পাশাপাশি ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সর্বমোট ৯২ হাজার ১৬৬ জন হাসপাতালে ভর্তি হয়। ভর্তি রোগীদের মধ্যে এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৭৭০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে এক হাজার ১৫৪ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৫২৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭২৬।

মন্তব্যসাতদিনের সেরা