kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শ্রম আদালতে বিচারাধীন মামলার কার্যক্রমও স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

গতকাল বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শ্রম আদালতের মামলার কার্যক্রম বাতিল চেয়ে করা আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে গতকাল এ আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্সের কর্মচারীদের ট্রেড ইউনিয়ন করা নিয়ে বিরোধের জেরে কয়েকজন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। গত ৩ অক্টোবর ক্ষতিগ্রস্ত তিন কর্মচারী প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশন্স কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শাহ আলম ও সদস্য এমরানুল হক শ্রম আদালতে মামলা করেন। মামলায় ড. ইউনূস, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপমহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে বিবাদী করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা