kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

সামাজিক নিরাপত্তা বেষ্টনী

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ বাড়লেও জীবনমানে পরিবর্তন আসছে না

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ বাড়লেও তাদের জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে না। দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির (এসএসএনপি) পরিধি বাড়লেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য আলাদা কোনো কর্মসূচি না থাকায় তারা এসব কর্মসূচির সুবিধা ভোগ করতে পারছে না। এনজিওগুলোর ভূমিকার কারণে চলমান ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা কোথাও কোথাও পেলেও অন্যান্য কর্মসূচিতে তাদের অংশগ্রহণ প্রায় নেই। ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবস্থান : নতুন নীতি কাঠামোর প্রস্তাবনা’ শীর্ষক বার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য অধিকার বাংলাদেশ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ ও ‘পিকেএসএফ’-এর চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মাদ নুরুল কবির।

 

মন্তব্যসাতদিনের সেরা