kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

প্রধানমন্ত্রীকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো দশম গ্রেডে বেতন স্কেল প্রদানসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ইনস্টিটিউট অব সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি)’। গতকাল সোমবার জেলা প্রশাসকদের মাধ্যমে সারা দেশ থেকে একযোগে এই স্মারকলিপি দেওয়া হয়।

আইডিএসইবির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুষার, কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ও কক্সবাজার জেলা সভাপতি কবির আহমেদের নেতৃত্বে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। একইভাবে খুলনার ভারপ্রাপ্ত ডিসি মো. ইকবাল হোসেনের কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. ইসমাইল হোসেন, খুলনা জেলা সভাপতি মো. মোখলেচুর রহমান, সহসভাপতি মো. মোতালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনসহ অন্য নেতারা।

এ ছাড়া আইডিএসইবির কেন্দ্রীয় মহাসচিব মাঈনুল হক চৌধুরী দুলালের নেতৃত্বে কুমিল্লা, কেন্দ্রীয় সহসভাপতি মো. খলিলুর রহমানের নেতৃত্বে ঢাকা, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সরদার মো. জাহাঙ্গীরের নেতৃত্বে ময়মনসিংহ ও জেলা সভাপতি এনামূল হকের নেতৃত্বে পটুয়াখালী জেলা প্রশাসকদের কাছে একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে বেতন ছাড়াও কানুনগো ও উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতির লক্ষ্যে পিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্তদের দ্রুত জিও (সরকারি আদেশ) জারিসহ দাবীকৃত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা