রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া। তাঁর নৌকা প্রতীকে ভোট পড়েছে ১৪ হাজার ৮৪২টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কবির হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫০৩ ভোট।
গতকাল সোমবার রাত ৯টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বেসরকারিভাবে এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
এবার রূপগঞ্জ সদর ইউপি নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৭টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ছিল ৩৩ হাজার ১৩৭ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, সদস্য পদে ২৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।’
মন্তব্য