kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা প্রকৌশলীর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুেকন্দ্রের প্রকৌশলী ওয়াং বিন (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। ওয়াং বিন চীনের জিয়াংসুর সাংনজি এলাকার বাসিন্দা ছিলেন। কলাপাড়া হাসপাতালের মেডিক্যাল অফিসার জে এইচ খান লেলিন কালের কণ্ঠকে জানান, গতকাল সন্ধ্যায় সিইসিসি ক্যান্টিনের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওয়াং বিন। পরে তাঁকে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই এই প্রকৌশলীর মৃত্যু হয়। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওয়াং বিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মন্তব্যসাতদিনের সেরা