kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

সংবাদের প্রতিবাদ প্রতিবেদকের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘খালেদের আশীর্বাদে টুন্ডা কালামের সম্পদের পাহাড়’ শিরোনামে গত ৫ অক্টোবর কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ। প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন তিনি। প্রতিবাদপত্রে কালাম দাবি করেন, নন্দীপাড়ার রঞ্জন মণ্ডলের ৪৪ শতাংশ জমির ওপর বসতি ভাঙচুরসহ মাটিতে গুঁড়িয়ে দেওয়ার তথ্যের সত্যতা নেই এবং ভিত্তিহীন। ওই জমি এর প্রকৃত মালিক শেখ আনোয়ার আলীর কাছ থেকে আজিজুল হক, আলমগীর হোসেনসহ তাঁরা কয়েকজন কিনে নেন।

প্রতিবেদকের বক্তব্য : রঞ্জন মণ্ডলের বসতবাড়িটি ভুয়া দলিলের মাধ্যমে কাউন্সিলর আবুল কালাম আজাদ ওরফে টুন্ডা কালামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রাতের আঁধারে দখলে নিয়ে যাওয়ার ঘটনায় মামলাও হয়। ভুয়া দলিল করার অভিযোগেও মামলা হয় এবং তিনজন গ্রেপ্তার হয়ে জেলও খাটেন। সরেজমিনে ঘুরে রঞ্জন মণ্ডল ও তাঁর পরিবার এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা