kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

খুলনায় ব্যাটারি রিকশা-ভ্যান আজ থেকে নিষিদ্ধ

খুলনা অফিস   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিন দফা সময় বাড়ানোর পর আজ মঙ্গলবার থেকে খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল বন্ধ হচ্ছে। এর প্রতিবাদে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক মালিক ঐক্য পরিষদ গতকাল সোমবার সকাল থেকে ধর্মঘট শুরু করেছে। শ্রমিকরা এ সময় নগরীতে বিক্ষোভও করে। এদিকে নগরীতে শনাক্ত করা ব্যাটারিচালিত রিকশার ৩৮৭টি চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযান শুরু করেছে খুলনা সিটি করপোরেশন  (কেসিসি)। দুর্ঘটনা, যানজট, চালকদের স্বাস্থ্যহানির বিষয়টি মাথায় রেখে সাধারণ মানুষ ও নাগরিক নেতাদের সম্মিলিত দাবিতে এর আগে সিটি করপোরেশন, খুলনা মেট্রোপলিটন পুলিশসহ (কেএমপি) একাধিক সংস্থা যৌথসভায় এ সিদ্ধান্ত নিয়েছিল।

মন্তব্যসাতদিনের সেরা