kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

ফের ১১ ভারতীয় জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার অপরাধে ফের ১১ জন ভারতীয় জেলেকে আটক করেছেন নৌবাহিনীর সদস্যরা। এ সময় ওই জেলেদের কাছ থেকে একটি অত্যাধুনিক মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। আটক জেলেদের গতকাল সোমবার সকালে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ জলসীমা থেকে চারটি ট্রলারসহ ৪৯ ভারতীয় জেলেকে আটক করলেন। আটক ওই সব জেলে বর্তমানে বাগেরহাট কারগারে বন্দি রয়েছে। ভারতীয় এসব জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ জলসীমায় নিয়মিত টহল দেওয়ার সময় গত রবিবার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে একটি ট্রলারসহ ১১ ভারতীয় নাগরিককে আটক করেন। তারা বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে ঢুকে মাছ ধরছিল। এ ব্যাপারে নৌবাহিনীর পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা